উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর দাখিনাইল ঘাটে (ইজারাকৃত) বালু উত্তোলনে চাঁদা দাবি করে ড্রেজার মেশিন ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আইনজীবী নুরুল ইসলামের ওপর হামলারও প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এর যৌথ আয়োজন করে দুর্গাপুর বঙ্গবন্ধু পরিষদ, সর্বজনীন নাগরিক কমিটি, ড্রাম-ট্রাক মালিক/চালক সমিতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সুজন সভাপতি ও হামলায় আহত আইনজীবী নুরুল ইসলাম, দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর আলম সাজু, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
হামলাকারী ও জোরপূর্বক চাঁদা উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
উল্লেখ্য, প্রায় ১২ কোটি টাকায় ইজারাকৃত ওই ঘাট গত ৬ সেপ্টেম্বর বুঝিয়ে দেয় উপজেলা ভূমি অফিস। কিন্তু স্থানীয় প্রভাবশালী আব্দুল আলী প্রতি ড্রেজার মেশিন থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবি করেন বলে অভিযোগ। কিন্তু তা দিতে রাজি না হওয়ায় নুরুল ইসলামের ওপর হামলাসহ ড্রেজার মেশিন ভাঙচুর করা হয় বলে মানববন্ধনে জানানো হয়েছে।