বগুড়া দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন একই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী।
তিনি গত মঙ্গলবার (৮ অক্টোবর) বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সহ ১০ জন সদস্যের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার আরজিতে জানানো হয়, আসামিরা ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, দুঃস্থ ভাতা, প্রতিবন্ধী ভাতা, কাবিখা, টিআর প্রকল্পের অর্থ আত্মসাৎ, জনস্বাস্থ্য হতে পাওয়া টিউবওয়েল কুক্ষিগত করা, মসজিদ-মন্দির ইত্যাদি স্থাপনে অনিয়ম এবং উপকার-ভোগীদের মাঝে সৌর বিদ্যুৎ প্লান্ট প্রদান না করে তছরুপ করেছেন।
এছাড়াও তারা গত ৪ বছরের ট্যাক্সের প্রায় ১০ লাখ টাকা, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ওয়ারিশান সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স বিক্রি বাবদ ৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
পরে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আগামী ২৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন সম্বলিত উপ-পরিচালককে নির্দেশ প্রদান করেন। এদিন তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।
এ বিষয়ে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, আদালতে মামলার আদেশের কপি পাওয়া গেছে। আদালতের নির্দেশে এ বিষয়ে গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।