logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১২:২৮
বিয়ের প্রলোভনে স্কলছাত্রীকে ধর্ষণচেষ্টা কলেজছাত্রের, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক

বিয়ের প্রলোভনে স্কলছাত্রীকে ধর্ষণচেষ্টা কলেজছাত্রের, অতঃপর...


ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে দেলোয়ার মিয়া (২০) নামের এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। ঘটনার দিন রাতে উপজেলার পশ্চিম কালিয়ানীকান্দা গ্রামের ওই ছাত্রীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। 
এ ঘটনায় (১১ অক্টোবর) ওই ছাত্রী নিজে বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 
আটক হওয়া হওয়া দেলোয়ার (২১) একই গ্রামের আঃ মতিনের পুত্র। সে এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। 
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে জরুরী কথা আছে বলে কিশোরীকে ঘরের দরজা খুলতে বলে দেলোয়ার। এক পর্যায়ে বিয়ে প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। তাৎক্ষণিক ওই ছাত্রীর ডাকচিৎকারে অপর কক্ষে শুয়ে থাকা দাদী ছুটে আসেন ঘটনাস্থলে। পরে স্থানীয়দের সহযোগিতায় হালুয়াঘাট থানা পুলিশের এসআই বাহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। 
অভিযোগকারী কিশোরী সাংবাদিকদের জানান, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। এর আগেও কয়েকবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিষয়টি গোপন রাখার শর্তে নানাভাবে ভীতি প্রদর্শন করে দেলোয়ার। 
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দেলোয়ারকে থানায় আনা হয়। পরে ওই ছাত্রী ধর্ষণচেষ্টার মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে দেলোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com