logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১৭:২০
চকরিয়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে চালক নিহত


কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক আবদুল মোতালেব (২০) নিহত হয়েছেন। এসময় বাসের ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কের চকরিয়ার খুটখালী মইক্কাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক মোতালেব খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের আবু বক্করের ছেলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার দুপুরে কক্সবাজারমুখি একটি যাত্রীবাহী বাস খুটখালী মইক্কাঘোনা এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি বালুভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে নিহত হয় পিকআপ চালক। 
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুর্শেদুল আলম বলেন, ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com