logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১৭:৩৩
চার মাস পর ব্রিটেনে করোনায় মৃত্যুতে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক

চার মাস পর ব্রিটেনে করোনায় মৃত্যুতে রেকর্ড


ব্রিটেনে একদিনে করোনায় মারা গেছে ১৪৩ জন। যা গত চার মাসে সর্বোচ্চ। এর আগে দেশটিতে গত ১০ জুন করোনায় মারা যান ১৬৪ জন। করোনায় ব্রিটেনে মোট ৪৩ হাজার ১৮ জন প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় তৃতীয় স্তরের করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করছে বরিস জনসন নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার। 
ব্রিটেনে নতুন করে আরও ১৭ হাজার ২৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ল্যাবরেটরি টেস্টের ভিত্তিতে সরকার এ তথ্য প্রকাশ করেছে।
করোনায় ব্রিটেনে এ পর্যন্ত ৬ লাখ ৩৪ হাজার ৯২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৭২ জন। সূত্র: গার্ডিয়ান


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com