logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১৭:৫৪
শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচন, জনতার মুখোমুখি ৩ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক

শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচন, জনতার মুখোমুখি ৩ প্রার্থী


বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জনগণের মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন চেয়ারম্যান প্রার্থী।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শরণখোলা সর্বদলীয় সম্প্রতির উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আগামী ২০ অক্টোবর শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও  দি হাঙ্গার প্রজেক্টের খুুলনার আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় জনতার মুখোমুখি হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, বিএনপি মনোনীত প্রার্থী খান মতিয়ার রহমান ও জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিন চেয়ারম্যান প্রার্থী। ব্যতিক্রম এই অনুষ্ঠানে নতুন ভোটার, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, জেলে, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com