logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১৮:২০
নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজের উদ্বোধন


নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের কান্দিভিটা এলাকায় ডাকঘরের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল।
ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্টি এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ওয়াহিদ উজ-জামান, নাটোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সোহেলী সুলতানা, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের রাজশাহী সার্কেল সংস্থার সভাপতি শহিদুল ইসলাম সিদ্দিকী, পোস্ট অফিস পরিদর্শক মাহফুজুর রহমান প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com