logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১৯:৩৮
অতিরিক্ত টোল নেওয়ায় ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত টোল নেওয়ায় ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা


নাটোর স্টেশন বাজার এলাকায় অবস্থিত তরকারির বাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদার মো. আব্দুল জলিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী তাকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।
জানা যায়, নাটোর স্টেশন বাজারের ইজারাদার মো. আব্দুল জলিল সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায় করছিলেন। এতে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর প্রেক্ষিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com