logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০ ১৮:৩০
কুড়িগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ


‘নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে নারী র্ধষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলা খান।
এসময় কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা আমির আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। কুড়িগ্রাম জেলায় বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে ৭৮টি বিট পুলিশিং-এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com