logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০ ১৯:০০
মালয়েশিয়ায় একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড


বিশ্বের অনেক দেশেই করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, ফের বাড়ছে শনাক্তের সংখ্যা। এবার মালয়েশিয়ায় এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড দেখা গেল। আজ শনিবার নতুন করে ৮৬৯ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
জানা গেছে, নতুন আক্রান্তরা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। গত একদিনে যাদের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে এর মধ্যে ৭৪৫ জন মালয়েশিয়ার নাগরিক এবং ১২৪ জন এ দেশের নাগরিক নন। এছাড়া শনিবার কোভিড-১৯ আক্রান্ত আরও চার রোগীর মৃত্যুর পর মালয়েশিয়ার করোনায় মোট মৃত্যু এখন ১৮০।
মালয়েশিয়ায় করোনা সংক্রমণের এরকম উদ্বেগজনক পরিস্থিতিতে বিশেষ কিছু এলাকায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এর মধ্যে রাজধানী কুয়ালামপুর ছাড়াও রয়েছে পুত্রজায়া ও শিলানগর। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ থাকবে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ১৯ হাজার ৬২৭ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন। সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষায় দেশটিতে করোনার এই চিত্র উঠে এসেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com