logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০ ২০:২৬
ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার জাবালেতা

ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার জাবালেতা


আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির এই সাবেক রাইট-ব্যাক পাবলো জাবালেতা ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন। ৩৫ বছর বয়সে এসে অবসরের এই ঘোষণা দিলেন তিনি।
২০০২ সালে সান লরেঞ্জোর হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন জাবালেতা। পরে ২০০৫ সালে যোগ দেন এস্পানিওলে। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৩ বছর। প্রথম মৌসুমে জিতেছেন কোপা দেল রে।  
জাবালেতা ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ২০০৮ সালে এবং সিটিজেনদের রক্ষণভাগের মূল পিলার হিসেবে নিজেকে তৈরি করেন। ইংলিশ ক্লাবটির হয়ে ৩০০ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন দু’টি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, দু’টি লিগ কাপ এবং কম্যুনিটি শিল্ড। এরপর অবসর ঘোষণার তিন বছর আগে নতুন ঠিকানা হিসেবে বেছে নেন ওয়েস্ট হামকে।
আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হওয়ার আগে ২০০৫ সালে তিনি দেশটির হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতেন। নীল-সাদা জার্সিতে ২০০৮ সালে জেতেন অলিম্পিক গোল্ড। ২০১৪ সালে লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আনসাং হিরো ছিলেন জাবালেতা। দেশের হয়ে ৫৮ ম্যাচ খেলেছেন তিনি।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com