logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০ ২০:৪১
নারী নির্যাতন প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশের র‌্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতন প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশের র‌্যালি ও সমাবেশ


‘এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি র‌্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ করে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) মীর্জা সালাহ্উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার তদন্ত ওসি বোরহান উদ্দিন, ওসি অপারেশন বিপ্লব কান্তি প্রমূখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com