logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ ১৭:০১
টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পণ্ড
নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পণ্ড


ভোট কারচুপির প্রতিবাদে ও পুনরায় নির্বাচনের দাবিতে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। 
আজ সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নিরালা মোড় শহীদ মিনার থেকে টাঙ্গাইল জেলা বিএনপি একটি মিছিল বের করতে চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাঁধা দিয়ে আটকে দেয়। পরে পুলিশি বাঁধায় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। 
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন প্রমুখ। 
এছাড়াও জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com