logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ ১৭:২৫
মোটরসাইকেল থেকে ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা চুরি
নিজস্ব প্রতিবেদক

 মোটরসাইকেল থেকে ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা চুরি


রংপুর নগরীর কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে এক ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা খোয়া গেছে।
এটি ছিনতাই না প্রতারক চক্র কৌশলে হাতিয়ে নিয়েছে, তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে পুলিশ বলছে মোটরসাইকেলের পেছন থেকে ওই ঠিকাদারের টাকা চুরি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর কেরানি পাড়া এলাকার ঠিকাদার সুজন মিয়া সোমবার দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক কাচারি বাজার শাখা হতে সাড়ে ১২ লাখ টাকা উত্তোলন করেন।
টাকা উত্তোলন করে মোটরসাইকেলের পেছনে টাকার ব্যাগ রেখে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সময় পেছন ফিরে দেখেন টাকার ব্যাগটি নেই।
কে বা কারা টাকার ব্যাগটি নিয়ে উধাও হয়ে গেছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কে বা কারা মোটরসাইকেলের পেছন থেকে ওই ঠিকাদারে অজান্তে টাকার ব্যাগটি নিয়ে যায়। আমরা সিসি টিভির ফুটেজ দেখে অপরাধীকে গ্রেফতারের চেষ্টা করছি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com