logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ ১৮:৩৫
প্রবৃদ্ধিতে শ্লথগতি ও করোনায় বিপর্যস্ত ভারত, ফের রাহুলের টুইট
নিজস্ব প্রতিবেদক

প্রবৃদ্ধিতে শ্লথগতি ও করোনায় বিপর্যস্ত ভারত, ফের রাহুলের টুইট


মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর একটি ভারত। করোনা আক্রান্ত ও মৃত্যুতে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। দীর্ঘ লকডাউনে দেশটির অর্থনৈতিক অবস্থাও বিপর্যস্ত। যার প্রভাব পড়েছে জিডিপি প্রবৃদ্ধিতে। আর এ বিষয়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
আজ সোমবার বিকেলে রাহুল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি পরিসংখ্যানের ছবি টুইট করে লিখেছেন, কীভাবে একটি অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করা যায় এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে সংক্রমিত (করোনাভাইরাসে) করা যায়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওই পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশ, চীন, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে  ভারতের জিডিপি প্রবৃদ্ধি কম। পাশাপাশি ভারতে উল্লেখিত ওই সব দেশের তুলনায় প্রতি মিলিয়নে করোনা সংক্রমিত মানুষের সংখ্যাও বেশি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com