logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ ১৮:৫১
চিকিৎসকের সেই ভাইরাল নাচ শিখতে চান হৃতিক

চিকিৎসকের সেই ভাইরাল নাচ শিখতে চান হৃতিক


করোনায় আক্রান্ত রোগীদের বিনোদনের জন্য পিপিই পরে নাচা আসামের এক চিকিৎসকের ভিডিও ভাইরাল
গত ৮ মাস ধরে করোনা রোগীদের সুস্থ করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে আবার রোগীদের মনোরঞ্জনের চেষ্টাও করছেন অনেকে। কোভিড ওয়ার্ডে চিকিৎসকদের গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার করোনায় আক্রান্ত রোগীদের বিনোদনের জন্য পিপিই পরে নাচা আসামের এক চিকিৎসকের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে ওই চিকিৎসককে দেখা যাচ্ছে, জনপ্রিয় ‘ঘুঙরু’ গানের সঙ্গে নাচতে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ ছবিতে এই গানের সঙ্গে হৃতিক রোশন ও বাণী কাপুরের নাচ খুব জনপ্রিয় হয়েছিল।  পিপিই পরে নাচে ওই চিকিৎসকও তাদের থেকে কম যাননি।
‘ঘুঙরু’ গানে নাচা ওই চিকিৎসকের নাম অরূপ সেনাপতি। তিনি আসামের শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক। অরূপের ওই নাচ দেখেছেন এসেছে হৃতিকও। তিনি অরূপের নাচের প্রশংসা করে টুইটারে লিখেছেন, ‘‘অরূপের এই নাচের স্টেপ আমি শিখব। একদিন ওর মতোই ভালো নাচব।’
নাচের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com