logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০ ২০:১৬
রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি


সকল রাষ্ট্রীয় পাটকল চালু ও আধুনিকায়নের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখা অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের তিন মাথায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বগুড়া জেলার আহ্বায়ক ও বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু।
বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, টিইউসি জেলা সহ-সভাপতি ফজলুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা আহ্বায়ক দিলরুবা নূরী, শ্রমিক ফ্রন্ট জেলা দফতর সম্পাদক শ্যামল বর্মন, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহানুর রহমান।
সমাবেশ পরিচালনা করেন সিপিবি জেলা সহ-সাধারণ সম্পাদক। বক্তারা পাটকল শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ, লোকসানের জন্য দায়ীদের বিচার, সরকারি-বেসরকারি সকল পাটকলে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com