logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২০ ১১:৩৮
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প, সুনামি সতর্কতা
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প, সুনামি সতর্কতা


যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় সোমবার ৭.৫ মাত্রায় ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জনিয়েছে। সুনামির আশঙ্কায় স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, এই এলাকায় সুনামির একটি ছোট স্রোত বয়ে গেছে। এলাকার স্যান্ড পয়েন্টে ২ ফুটের স্রোত দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়েছে, জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্যান্ড পয়েন্ট, কোল্ড-বে এবং কোডিয়াকে সতর্কতা জারি করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com