logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২০ ১৬:২৮
সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক

 সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ নভেম্বর


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গঠনের শুনানি আগামী ৩০ নভেম্বর। আজ মঙ্গলবার সম্রাটকে মহানগর দায়রা জজ কোর্টে আনা হয়।
সম্রাটকে আনার খবরে আদালতের বাইরের সড়কে জড়ো হন দলের হাজার হাজার নেতা-কর্মী। তারা সম্রাটের মুক্তি চেয়ে স্লোগান দেন। জড়ো হওয়া বহু নেতা-কর্মীর হাতে ছিল সম্রাটের ছবি সংবলিত প্ল্যাকার্ড। তাতে সম্রাটের মুক্তি চেয়ে স্লোগান লেখা ছিল। 
ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র‌্যাব। এরপর অসুস্থতাজনিত কারণে বহু দিন হাসপাতালে ছিলেন তিনি। সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com