logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২০ ১৬:৫৬
চ্যাম্পিয়ন্স লিগ: মুখোমুখি পিএসজি-ম্যানইউ

চ্যাম্পিয়ন্স লিগ: মুখোমুখি পিএসজি-ম্যানইউ


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি-মানচেস্টার ইউনাইটেড। এক মৌসুম আগে আগে ম্যানইউর কাছে হেরেই শেষ ষোল থেকে বিদায় নিয়ে পিএসজি। তাই এবার রেড ডেভিলদের নিয়ে সতর্ক নেইমাররা। 
করোনার প্রভাবে লিগ পুরো শেষ হতে না পারলেও চ্যাম্পিয়ন হয়েছে টমাস টুখেলের দল। ফ্রেঞ্চ শীর্ষ ক্লাবটির চোখ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়। তবে গত কয়েক মৌসুম দুর্দান্ত দল গড়েও স্বপ্ন পূরণ হয়নি তাদের। লক্ষ্য পূরণে এবার প্রথম ম্যাচ থেকেই সাবধানি তারা।
এদিকে, গত মৌসুমে ভালো করতে পারেনি ম্যান ইউ। এবার শক্তিশালী দল গড়েছে ইংলিশ জায়ান্ট দলটি। অভিজ্ঞ আর তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন মৌসুমে সাফল্যের ব্যাপারে আশাবাদী রেড ডেভিলসরা। প্রতিপক্ষের মাঠে খেলা হলেও নিজেদের দিনে যে কোন শক্তিকেই উড়িয়ে দিতে পারে ম্যানইউ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com