logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২০ ১৬:৫৯
৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ৮ সপ্তহের আগাম জামিন পেলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
শর্তসাপেক্ষে মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ তাকে এ জামিন দেন। 
আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।
সাংবাদিকদের শাহদীন মালিক বলেন, আদালত নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। তবে কিছু শর্ত আছে। যেমন সাক্ষীদের প্রভাবান্বিত করা যাবে না, তদন্তে সহায়তা করতে হবে।
উপজেলা নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। ইসির পক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম বাদী হয়ে ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com