কোরিয় যুদ্ধে নিহত আমেরিকান সেনাদের দেহাবশেষ যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করায় উত্তর কোরিয় নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে এক টুইট বার্তায় কিমকে ধন্যবাদ জানান ট্রাম্প।
টুইটে ট্রাম্প বলেন, 'কথামত কোরিয় যু্দ্ধে নিহত আমেরিকান সেনাদের দেহাবশেষ পাঠানোর উদ্যোগ গ্রহন করায় চেয়ারম্যান কিম জং উনকে ধন্যবাদ। আমি আপনার এমন কৃতকর্মে অবাক হচ্ছি না। এছাড়া সু্ন্দর একটি চিঠি পাঠানোর জন্যও ধন্যবাদ। শীঘ্রই আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছি!'
ট্রাম্প-কিম বৈঠকে দেয়া কথামত কোরিয় যুদ্ধে নিখোঁজ আমেরিকান সেনাদের দেহবাশেষ ফেরতের কাজ আগেই শুরু করেছে উত্তর কোরিয়া। এছাড়া ট্রাম্পের সঙ্গে চুক্তি অনুযায়ী ইতোমধ্যে দেশটি পরমাণু নিস্ক্রীয়করণের কাজ শুরু করেছে বলে দাবি করেছে দেশটি। যদিও সম্প্রতি দেশটির একটি স্থাপনার স্যাটেলাইট ছবি যাচাই বাছাই করে আমেরিকা দাবি করেছে যে, উত্তর কোরিয়া নতুন মিসাইল তৈরি করছে।