logo
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ ১১:১১
অবশেষে থামলেন রাবাদা
নিজস্ব প্রতিবেদক

অবশেষে থামলেন রাবাদা


দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্যারিয়ারে সর্বমোট ৩০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে টানা ২৫ ম্যাচে উইকেট শিকার করেছেন এই প্রোটিয়া পেসার। অবশেষে ২৫ ম্যাচ শেষে আইপিএলে রাবাদার উইকেট শিকারে ছেদ পড়লো।
মঙ্গলবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে এসে থামলেন রাবাদা। হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বোলিং করেও কোনো উইকেটের দেখা পাননি দিল্লি ক্যাপিটালসের এ পেসার। এমনকি রান দেওয়াতেও এদিন ছিলেন বেশ খরুচে, ৪ ওভারে হজম করেছেন ৫৪ রান। দিল্লিও এদিন হায়দরাবাদের কাছে হেরেছেন বেশ বাজেভাবেই, ৮৮ রানের বিশাল ব্যবধানে। 
চলতি মৌসুমে ১২ ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষে আছেন রাবাদা। ইতিমধ্যে ১৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। এছাড়াও চলতি মৌসুমে সবচেয়ে কম ম্যাচ খেলে আইপিএলে পঞ্চাশ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন। ২৭ ম্যাচে স্পর্শ করেছিলেন ৫০ উইকেটের মাইলফলক। এখন পর্যন্ত আইপিএলে ৩০ ম্যাচে এই প্রোটিয়া পেসারের শিকার ৫৪ উইকেট।
হায়দরাবাদ ম্যাচের আগে রাবাদা সর্বশেষ উইকেটহীন ছিলেন ২০১৭ সালে নিজের খেলা প্রথম আইপিএল আসরে। কাকতালীয়ভাবে সেই ম্যাচও ছিল হায়দরাবাদের বিপক্ষে। তবে দিল্লির সেই ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। সেই ম্যাচে ৪ ওভারে রাবাদা গুণেছিলেন ৫৯ রান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com