logo
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ ১১:৩০
হোয়াইট হাউজ করোনার হট জোন: ওবামা
নিজস্ব প্রতিবেদক

হোয়াইট হাউজ করোনার হট জোন: ওবামা


আগামী ৩ নভেম্বর হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ। এমন পরিস্থিতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযোগ করেছেন, হোয়াইট হাউজের কর্মকর্তারা সতর্ক থাকলেই কোভিড সংক্রমণ এড়ানো যেত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার কারণে হোয়াইট হাউজ করোনার 'হট জোনে' পরিণত হয়েছে।
মঙ্গলবার ফ্লোরিডায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারের সময় ট্রাম্পের করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, গণমাধ্যম কোভিড নিয়ে মেতে রয়েছে বলে অভিযোগ করলেও ট্রাম্প আসলে কোভিডের প্রচার দেখে হিংসা করেন।
জর্জিয়ার ওয়ার্ম স্প্রিংসে জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে বিভাজন তৈরি নয় বরং সবাইকে একত্রিত করবেন তিনি। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com