logo
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ ১৬:৫৬
৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক

৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক


চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ রাকিবুল ইসলাম নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। গত  মঙ্গলবার রাতে ইমিগ্রেশন শেষে তল্লাশির সময় ওই যাত্রীকে বিদেশী মুদ্রাসহ আটক করা হয়।
আটক যাত্রীর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়। তিনি রাত ৮টার ফ্লাইটের দুবাইগামী যাত্রী ছিল।     
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৭ ফ্লাইটের যাত্রী রাকিবুলের কাছে ৩৩  হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া যায়। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা। তার ব্লেজারের পকেটে এক বান্ডিল ও প্যান্টের পকেটে দুই বান্ডিল বিদেশি মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com