logo
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ ১৭:৫৭
কলকাতার বান্ধবীকেই বিয়ে করলেন অর্ণব
নিজস্ব প্রতিবেদক

কলকাতার বান্ধবীকেই বিয়ে করলেন অর্ণব


সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব দীর্ঘদিনের বান্ধবী কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন। আজ বুধবার পশ্চিমবঙ্গের আসানসোলে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। অর্ণবের মামাতো বোন ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের আসানসোলে আজ অর্ণব ভাইয়ার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে।’ এদিকে, এর আগে নির্মাতা ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি ফেসবুকে অর্ণব-সুনিধিকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন।  তিনি লেখেন, ‘হারিয়ে গিয়েছ এই তো জরুরি খবর। অভিনন্দন। ’ উত্তরে অর্ণব লেখেন, ‘থ্যাঙ্ক ইউ’। পোস্টটি শেয়ার করে সুনিধি লেখেন, ‘অলরাইট’।
উল্লেখ্য, এর আগে অর্ণব ভারতীয়-বাংলাদেশি সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেন ২০০১ সালে। তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে বিবাহের ৭ বছর পর ২০০৮ সালে। এরপর সাহানা এক লন্ডনের নাগরিককে বিয়ে করলেও এতদিন ‘ব্যাচেলর’-ই ছিলেন অর্ণব।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com