logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০ ১৭:৫১
করোনার দ্বিতীয় ঢেউ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

করোনার দ্বিতীয় ঢেউ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর


করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতি যাতে গতিশীলতা না হারায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ রোধে সবাইকে বিশেষভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। 
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতির সব চেষ্টা করলেও, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে কাজ করছে। করোনার দ্বিতীয় ঢেউ রোধে সব প্রস্তুতি রয়েছে বলে জানান সরকারপ্রধান। তবে সবাইকে বিশেষভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com