logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০ ১৯:৫৭
মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ


ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে চাঁদপুর জেলা কওমি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে শহরের শপথ চত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে চাঁদপুর জেলা কওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুব সংগঠনের পরিচালক মুফতি নুরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সহ-সম্পাদক মুফতি মাহবুবুর রহমান।
আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল করিম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস, আলেমে দ্বীন মোহাম্মদ উল্লাহ, যুব সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ কারি আব্দুল রশিদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আশেক এলাহী।
প্রতিবাদ শেষে বিশাল মিছিল শপথ চত্বর এলাকা থেকে শুরু হয়ে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পুড়ানো হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com