logo
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০ ১৭:২৯
যতই ভয়-ভীতি দেখানো হোক নেতাকর্মীরা ভীত হবে না : জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক

যতই ভয়-ভীতি দেখানো হোক নেতাকর্মীরা ভীত হবে না : জাহাঙ্গীর


ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, আওয়ামী লীগ যতই ভয়-ভীতি দেখাক কোনো ভয়ে নেতাকর্মীরা ভীত হবে না। আগামী ১২ নভেম্বর নেতাকর্মী সমর্থক ও এলাকার ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, তারা ঐক্যবদ্ধ হয়েছেন ফলাফল নিয়েই ঘরে ফিরবেন।
আজ শুক্রবার রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া বাগানবাড়ি এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
বেলা ১১টায় গণসংযোগ শুরু হলেও সকাল ৯টা থেকে নেতাকর্মীরা সেখানে জমায়েত হতে থাকেন।
গণসংযোগ শুরু করলেও পথে পথে দলে দলে নেতাকর্মীরা এ গণসংযোগে যোগ দিতে দেখা যায়।গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুল খালেক, মহানগর নেতা হযরত আলী, এস এম ফজলুল হকসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।   


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com