logo
আপডেট : ২ নভেম্বর, ২০২০ ১৭:১৪
স্বাধীন দেশটি দখল করে চীন এর নাম দেয় ‘জিনজিয়াং’
অনলাইন ডেস্ক

স্বাধীন দেশটি দখল করে চীন এর নাম দেয় ‘জিনজিয়াং’


তিব্বতের মতোই স্বাধীন দেশ ছিল আমাদের আবাসভূমি পূর্ব তুর্কিস্তান। ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর কমিউনিস্ট চীন দখল করে নেয়। দখলের পর তারা পূর্ব তুর্কিস্তানের নাম দেয় ‘জিনজিয়াং’। আরোপিত এই নামের অর্থ- নতুন ভূখণ্ড।’ দখল করার পর তারা তিব্বতের নাম রাখে ‘জিজাং জিজিকু।’ এসব কথা বলেছে ইটনাম (ইস্ট তুর্কিস্তান ন্যাশনাল অ্যাওয়েকেনিং মুভমেন্ট- পূর্ব তুর্কিস্তান জাতীয় জাগরণ আন্দোলন)।
জাস্ট আর্থ নিউজ জানায়, পূর্ব তুর্কিস্তান যাকে সরকারিভাবে চীন বলে থাকে ‘জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল’ বাসিন্দারা কী ধরনের জঘন্য নিপীড়নের মধ্যে বাস করে তার বর্ণনা দিয়ে ইটনাম সম্প্রতি মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদ সদস্যদের কাছে আবেদন জানায়, ‘কংগ্রেসের এ বিষয়ে আনুষ্ঠানিক নিন্দা জানানো উচিত।’
এই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনেটের দুজন সদস্য রবার্ট মেনডেজ ও জন ক্রনিন ২৬ অক্টোবর একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয় দখলকৃত পূর্ব তুর্কিস্তানে উইঘুর ও তুর্কি বংশোদ্ভূত অন্যান্য জনগণের মানবাধিকার লঙ্ঘন করে চীন যে নিপীড়ন চালাচ্ছে তা গণহত্যা। নিপীড়নকে গণহত্যা বলে প্রস্তাবে স্বীকৃতি দেওয়ায় ইটনাম প্রস্তাবের উদ্যোক্তাদের প্রশংসা করে। তারা হলেন- মেনডেজ ও ক্রনিন ছাড়াও সিনেটর জেমস রিশ, মার্কে রুবিও, বেন কার্ডিন ও জেফ মার্কলে। কংগ্রেসে এ ধরনের একটি প্রস্তাবের জন্য ইটনাম দুই বছর ধরে দেন-দরবার করছিল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com