logo
আপডেট : ৩ নভেম্বর, ২০২০ ১৬:১৪
বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা শুরু
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা শুরু


প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে বর্তমানে সারাদেশে ইলিশ ধরা বন্ধ রয়েছে। গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর এই নিষেধাজ্ঞা জারি করে সরকার।
বুধবার রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এদিন রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ হলে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে আবারও ইলিশ শিকারে নামবেন জেলেরা।
উল্লেখ্য, বাংলাদেশে ২০০৩-২০০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু করা হয়। তখন থেকেই আস্তে আস্তে ইলিশের উৎপাদন বাড়ছিল।
এরপর ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে পরে মিলিয়ে ১১ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল দেখতে শুরু করেন বিজ্ঞানীরা।
তখন তারা গবেষণায় দেখতে পান যে, শুধু পূর্ণিমায় নয়, এই সময়ের অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরবর্তীতে পূর্ণিমার সঙ্গে অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়।
বাংলাদেশের জিডিপিতে এর অবদান এক শতাংশের মতো। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী এই মুহূর্তে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com