logo
আপডেট : ৩ নভেম্বর, ২০২০ ১৬:৫২
অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় সমবেদনা জানালেন বাইডেন
নিজস্ব প্রতিবেদক

অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় সমবেদনা জানালেন বাইডেন


অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় সমবেদনা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। 
এক টুইট বার্তায় তিনি বলেন, ভিয়েনার সন্ত্রাসী হামলার ঘটনা শুনার পর থেকে আক্রান্তদের জন্য দোয়া করছি আমি এবং আমার স্ত্রী। অবশ্যই আমরা সবাই ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ থাকবো।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন অভিযুক্ত হামলাকারীকে খুঁজছে পুলিশ। ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছেও ওই হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: সিএনএন


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com