logo
আপডেট : ৪ নভেম্বর, ২০২০ ২০:৫৪
টেকনাফে পিকআপ থেকে ১৭ হাজার ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

টেকনাফে পিকআপ থেকে ১৭ হাজার ইয়াবা উদ্ধার


কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৭ হাজার ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
চট্টগ্রাম কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোরে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজারে অভিযান চালায়। এসময় একটি পিকআপ তল্লাশি করে পেছনের বক্সের বাম্পারে ঝালাই করা ফিটিং থাকা অবস্থায় ১৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পিকআপটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও পিকআপ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com