logo
আপডেট : ৪ নভেম্বর, ২০২০ ২০:৫৫
করোনায় করণীয় শীর্ষক চরফ্যাশন জলবায়ু ফোরামের সভা
নিজস্ব প্রতিবেদক

করোনায় করণীয় শীর্ষক চরফ্যাশন জলবায়ু ফোরামের সভা


বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিস্তার মোকাবেলায় চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন কোস্ট ট্রাস্ট প্রশিক্ষণ কক্ষে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে বুধবার বেলা ৩ টায় ভোলার চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সভাপতি সভার কার্যক্রম শুরু করেন।
এ সময় জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক সামছুন্নাহার স্নিগ্ধা বিগত সভার কার্যক্রম তুলে বক্তব্য দেন। জলবায়ু ফোরামের নির্বাহী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক শাহানুর বেগম মিলি, জলবায়ু ফোরামের সহ সভাপতি মনির আসলামী, প্রভাষক ফারজানা আফরোজ সখি, নারী নেত্রী মাহমুদা খানম মিলি, সমাজকর্মি আমিনুল ইসলাম, সাংবাদিক সোহেব চৌধুরী, মোঃ তরিকুল ইসলাম ও সাবিনা ইসলাম রুপা বক্তব্য রাখেন। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com