logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২০ ১১:১৫
ভালো আছেন অপূর্ব, কেবিনে স্থানান্তর

ভালো আছেন অপূর্ব, কেবিনে স্থানান্তর


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে কেবিনে নেয়া হয়। তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন অপূর্ব। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে বুধবার বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
এর আগে নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ফেসবুকে লিখেছেন, অপূর্ব ভাইয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com