logo
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ১৫:৫৩
ছাত্রদের হাতে ধরা নৌপুলিশের অ্যাডিশনাল ডিআইজি
নিজস্ব প্রতিবেদক

ছাত্রদের হাতে ধরা নৌপুলিশের অ্যাডিশনাল ডিআইজি

গাড়িটিতে লেখা ছিল ‘পুলিশ’ লেখা সাইনবোর্ড। আর তাতে বসা ছিলেন নৌপুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায় ধরা পড়লেন তিনি।

চতুর্থ দিনের মতো আন্দোলনরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কারওয়ান বাজারে ডিআইজি হাবিবের গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এমনকি গাড়ির চালক তার ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারেননি।

পুলিশের পোশাক পরিহিত দেহরক্ষী নিয়ে ডিআইজি হাবিব কোনো রকমের বৈধ কাগজপত্র ছাড়া চলছেন দেখে বিস্মিত হন উপস্থিত সবাই।

ঘটনাস্থলেই নৌ পুলিশের সেই উচ্চপদস্থ কর্মকর্তা গাড়িটির রেজিস্ট্রেশনের  কাগজপত্র এমনকি চালকেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে স্বীকার করলেন।

বলেন, ‘এটি সরকারি গাড়ি এবং গাড়িটির কাগজপত্রের বিষয়ে আমি কিছু জানি না।’ তাহলে লাইসেন্সবিহীন চালক নিয়ে যাতায়াত করছেন কিভাবে শিক্ষার্থীদের এমন প্রশ্নে তিনি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।

এদিকে আমাদের চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে বন্দর নগরীর দামপাড়া এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা নৌবাহিনীর একটি জিপ থামিয়ে এর কাগজপত্র দেখতে চান। তবে তা দেখাতে পারেননি গাড়িটির চালক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com