logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২০ ১১:২৫
ডি মারিয়ার জোড়া গোলে জয় পেল পিএসজি

ডি মারিয়ার জোড়া গোলে জয় পেল পিএসজি


লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে মাঠে নেমেছিল ইনজুরিতে জর্জরিত প্যারিস সেন্ট জার্মেই। প্রতিপক্ষ ছিল স্টাডে রেঁনেস। পিএসজি দলে ছিল না নেইমার দ্য সিলভা, কালিয়ান এমবাপ্পে, প্রেসনেল কিম্পেম্বে, মাউরো ইকার্দি, মার্কো ভারেত্তি, জুলিয়ান ড্রাক্সলার, জুয়ান বার্নাট ও পাবলো সারাবিয়া।
তবে অ্যাঙ্গেল ডি মারিয়া জোড়া গোল করে ও গোল করিয়ে ৩-০ ব্যবধানের জয় উপহার দিয়েছেন পিএসজিকে।
শনিবার রেঁনেসের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় ডি মারিয়ার ক্রস থেকে গোল করেন ইতালিয়ান স্ট্রাইকার মইসে কিয়ান। এটা ছিল চতুর্থ ম্যাচে কিয়ানের তৃতীয় গোল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এটা ছিল আর্জেন্টাইন তারকার পিএসজির জার্সি গায়ে ৮৫তম গোল।
বিরতির পর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটিও করেন ডি মারিয়া। তার আগে অবশ্য পিএসজির আরো দুজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। তবে জয় হাতছাড়া হয়নি তাদের।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com