logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২০ ১৭:০০
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন চিগুম্বুরা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন চিগুম্বুরা


জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার এল্টন চিগুম্বুরা চলমান পাকিস্তান সফর শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বর্তমানে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ খেলছেন এই ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। দলে নতুনদের সুযোগ করে দিতে ক্যারিয়ারের ইতি টানার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে হারারাতে ওয়ানডে ম্যাচ দিয়ে মাত্র ১৮ বছর বয়সে চিগুম্বুরার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। দেশের হয়ে তিনি ২১৪টি ওয়ানডে, ১৪টি টেস্ট এবং ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন।
গত ১৬ বছর ধরে জিম্বাবুয়ের অনেক লড়াইয়ের সাক্ষী চিগুম্বুরা। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটির সীমিত ওভারের অধিনায়ক ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com