logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২০ ১৮:১৯
আমেরিকার ভোটাররা ‘ভোম্বল’টাকে হারানোর চেষ্টা করেছে
অনলাইন ডেস্ক

আমেরিকার ভোটাররা ‘ভোম্বল’টাকে হারানোর চেষ্টা করেছে


আমেরিকার ভোটাররা এবারের নির্বাচনে জো আর কমলাকে জেতানোর চেয়ে ‘ভোম্বলটা’কে হারানোর চেষ্টাই করেছে। শেষমেষ কী কাণ্ডটাই না করলেন উনি! গণতন্ত্র, নির্বাচন, ভোট সব কিছুকে নোংরা নর্দমায় ডুবিয়ে দিলেন। উনি জিতলেই নির্বাচন ট্রিমেন্ডাস, উনি না জিতলেই ফ্রড!  দুনম্বরী গণতন্ত্রে  দুনম্বরী রাজনীতিকরা  যে ভাষায় কথা বলে, তিনি ঠিক সেভাবে কথা বলেছেন। তার দলের লোকেরাই তার এই আচরণকে ছিঃ ছিঃ করেছে।
আমি খুশি কারণ এই প্রথম একজন মহিলা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ইতিহাস রচিত হল আজ (গতকাল)। বলা যায় না, উনিই হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হবেন একদিন। আবার রচনা করবেন ইতিহাস। এই যে মানুষ রাস্তায় নেমে উৎসব করছে, পরিণাম কী হয় কে জানে! ট্রাম্পের নির্বাচনী র‍্যালির কারণে এখন অবধি কিন্তু  ৩০,০০০ কোভিড আক্রান্ত, আর ৭০০ মৃত্যু।
(ফেসবুক থেকে সংগৃহীত)


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com