logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২০ ১৯:৫২
শিক্ষা ব্যবস্থায় কোনো দলাদলি নেই: তোফায়েল
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ব্যবস্থায় কোনো দলাদলি নেই: তোফায়েল


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, যুব সমাজকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে কমিউনিটি গঠন করতে হবে। তরুণ সমাজ মাদকে লিপ্ত হয়ে দেশ ও জাতিকে ক্ষতি করার চেষ্টা করে। এ ব্যাপারে অভিববাবকদের সর্তক থাকতে হবে। 
রবিবার দুপুরে ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের নব নির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো দলাদলি নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলমতে কে কোন যায়গার; এটা চিন্তা করেন না। প্রধানমন্ত্রী করোনাকালে শিক্ষকদের পর্যন্ত অর্থনৈর্তিক সাহায্য সহযোগিতা করেছেন। মসজিদের ইমাম-মুয়াজ্বিনও শেখ হাসিনার সহযোগিতা পেয়েছেন। 
তোফায়েল আহমেদ বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। এখন অর্থায়নের পক্রিয়া শুরু হয়েছে। অর্থায়ন হলে শিগ্রই এই ব্রিজের কাজ আরম্ভ হবে। ভোলা এখন উন্নয়নের রোল মডেল। রাস্তা ঘাট পুল-কালভাট ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলার আইনশৃংখলা পরিস্থিতি ভাল। 
আলতাজের রহমান কলেজের গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, সাবেক অধ্যক্ষ সামসুল আলম সেলিম চৌধুরী, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি  গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, কলেজ অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী প্রমূখ। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com