logo
আপডেট : ৯ নভেম্বর, ২০২০ ১৬:১৬
আজ সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক

আজ সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি


মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আজ সোমবার ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাস হবে। 
এর আগে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা ৬টায়  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বিশেষ এ অধিবেশন শুরু হয়। তবে বিশেষ অধিবেশন হলেও প্রথম দিন ছিলো সাধারণ অধিবেশনের মত। সংসদ কক্ষে জাতির পিতার ছবিসহ এটাই সংসদের প্রথম বৈঠক।  
অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com