logo
আপডেট : ৯ নভেম্বর, ২০২০ ১৭:৩৬
কান্দাহারে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ!
নিজস্ব প্রতিবেদক

কান্দাহারে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ!


ফের আফগানিস্তানে বিস্ফোরণ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হলো। আহত হয়েছেন আরও ৩০ জন।
রবিবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় নিরাপত্তা বিষয়ক সূত্র জানিয়েছে, কান্দাহারের মাইওয়ান্দ জেলায় শাহরা ব্যাটালিয়নই ছিল সন্ত্রাসবাদীদের নিশানায়। হতাহতের মধ্যে সেনাকর্মী ছাড়াও বহু সাধারণ মানুষও রয়েছেন বলে জানা গেছে।
কান্দাহারের মীরওয়াইস হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণে জখম হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে ১৩ জন পুলিশ অফিসার ও ১১ জন সাধারণ মানুষ।
সূত্র আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা কমপক্ষে চার। তাদের মধ্যে আছেন দুই নারী, একজন পুরুষ ও একটি শিশু। বিস্ফোরণে বহু দোকানপাট ও বাড়িঘর ভেঙে পড়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। তার ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে কান্দাহার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরণে জখম হয়েছেন তিনজন সেনা সদস্য। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com