logo
আপডেট : ১০ নভেম্বর, ২০২০ ১০:৪৫
বাইডেনকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
অনলাইন ডেস্ক

বাইডেনকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব


জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় গুতেরেস যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক সহযোগির ক্ষেত্রে জাতিসংঘের অপরিহার্য স্তম্ভ বলে উল্লেখ করেন।
বাইডেন জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হবেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন জাতিসংঘের সমালোচক ও জটিল প্রকৃতির। ট্রাম্প দায়িত্বগ্রহণের কিছুদিন পর জাতিসংঘের দায়িত্ব পান গুতেরেস। এরপর থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে তাকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com