logo
আপডেট : ১০ নভেম্বর, ২০২০ ০০:০০
মুরাদনগরে বিকাশ হত্যার ঘাতক চট্রগ্রাম থেকে আটক
মুরাদনগর প্রতিনিধিঃ

মুরাদনগরে বিকাশ হত্যার ঘাতক চট্রগ্রাম থেকে আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আলোচিত বিকাশ চন্দ্র বর্মণ (১৬) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের  সাত দিনের মধ্যেই ক্লু লেস এ হত্যার রহস্য উদ্ঘাটন এবং মূল ঘাতককে গ্রেফতার করা হয়েছে।
 
মূলত মোবাইল ফোন সেট ছিনিয়ে নিতেই দীর্গদিনের চলা 'বন্ধু'র হাতে খুনের শিকার হন ১৬ বছর বয়সের বিকাশ বর্মন। গলা কেটে হত্যার পর ঘাতকের  ফেলে যাওয়া ব্যবহৃত জুতার সূত্র ধরেই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় মুরাদনগর থানা পুলিশ।
 
মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশের এক প্রেস কনফারেন্সেরের মাধ্যমে এ হত্যার রহস্য উদ্ঘাটন এবং ঘাতকের গ্রেফতারসহ স্বীকারোক্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
 
নিহত বিকাশ চন্দ্র বর্মণ উপজেলা সদরের প্রহল্লাদ বর্মণের ছেলে।
 
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩১ অক্টোবর কুমিল্লার মুরাদনগরে লক্ষ্মীপূজা দেখতে গিয়ে নিখোঁজ হন বিকাশ চন্দ্র বর্মন। তাকে খুঁজে না পেয়ে তার বাবা প্রহল্লাদ থানায় সাধারণ ডায়েরি করেন।
 
নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মূলত পূজা অর্চনায় ভিকটিম বিকাশের হাতে থাকা লাভা ব্র্যান্ডের একটি দামি মোবাইল ফোন দেখে সেটি ছিনিয়ে নিতে তার পিছু নেয় উপজেলার করিমপুর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. শাকিব (২৪)।
 
পূজা থেকে গভীর রাতে বাড়ি ফেরার পথে বিকাশকে আটক করে ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি প্রতিহত করেন। এ সময় তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয় এবং মরদেহ পাশের একটি পুকুরে কচুরিপানায় ফেলে দেয়া হয়।
 
এদিকে মরদেহ উদ্ধারের পর মুরাদনগর থানার ওসি নাহিদ আহাম্মেদ এবং এসআই মোর্শেদ আলম সঙ্গীয় ফোর্স ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
 
ঘটনাস্থলে ঘাতকের ফেলে যাওয়া একটি জুতা এবং ভিকটিমের হাত থেকে ছিনিয়ে নেয়া মোবাইলের সিমকার্ডের সূত্র ধরে পুলিশ ক্লু উদঘাটনে এগিয়ে যায়।
 
সোমবার চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক শাকিবকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত স্বীকার করেন এবং হত্যার বিবরণ দেন।

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com