logo
আপডেট : ১০ নভেম্বর, ২০২০ ২০:২৮
দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শে এক সাথে কাজ করতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শে এক সাথে কাজ করতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে বঙ্গবন্ধুর আর্দশে এক হয়ে কাজ করতে হবে। অনুপ্রবেশকারীরা দলের যেন ক্ষতি করতে না পারে সে দিকে আমাদের সজাগ ও সর্তক থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয়ভাবে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে মহানগরীর বোর্ডবাজারে গাছা থানা কৃষক লীগের উদ্যোগে ভাওয়াল বীর শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাছা থানা কৃষক লীগের সভাপতি মো. শাহজালাল তরুনের সভাপতিত্বে কাউন্সিলর আব্দুল্লাহ আল মন্ডালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমদ, মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মন্ডল, ইকবাল হোসেন মোল্লা, হারুন সিপাই, জামাল খান প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com