logo
আপডেট : ১২ নভেম্বর, ২০২০ ১৯:২০
রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন


রাজধানীর বিভিন্ন জায়গায় আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা গেছে, রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা ও শাহজাহানপুরে দুপুর থেকে বিকাল পর্যন্ত সাতটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর মধ্যে বিকালে ভাটারার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে ভাটারার ঘটনাটি নিশ্চিত করেন। 
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের প্রথম সংবাদ পেয়েছি ১২টা ৩৫ মিনিটে। দুপুরে শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে, প্রেসক্লাবের সামনে, গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবগুলোই নির্বাপণ করা হয়েছে। কোনো হতাহতের সংবাদ আমরা পাইনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে রাজধানীর ছয়টি স্থানে একটি করে মোট ছয়টি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে প্রথম ঘটনা ঘটে শাহজাহানপুরে। এরপর কাঁটাবন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছে, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকা, বংশালের নয়াবাজার ও প্রেসক্লাবের কাছে বাসে আগুন দেওয়া হয়। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com