logo
আপডেট : ১২ নভেম্বর, ২০২০ ১৯:৫৩
নিখোঁজ ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

নিখোঁজ ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার


গত গত মঙ্গলবার থেকে নিখোঁজ ইসরায়েলি সেনার মৃতদেহ উদ্ধার হয়েছে। বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের অদূরের একটি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পার্সটুডের।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সাগি ডেভিড নামের এই দখলদার সেনা গত মঙ্গলবার নিখোঁজ হন। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। দুই দিন খোঁজাখুঁজির পর একটি চেকপয়েন্টের পার্শ্ববর্তী এলাকা থেকে লাশ উদ্ধার হয়।
অন্য এক সূত্র জানিয়েছে, এই সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট নয়। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা যখন তখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হত্যা-নির্যাতন চালায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com