logo
আপডেট : ১২ নভেম্বর, ২০২০ ২০:৫২
ফিলিপাইনে টাইফুন ভামকোর আঘাত, নিহত ৭
অনলাইন ডেস্ক

ফিলিপাইনে টাইফুন ভামকোর আঘাত, নিহত ৭

 

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ভামকো আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছে। এছাড়াও অনেক ঘরবাড়ি ধ্বংস ও রাজধানী ম্যানিলার আশপাশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়ে টাইফুন ভামকো। এ ঘটনায় বৃহস্পতিবার সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
গত দুই মাসের দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভামকোসহ অন্তত ৮টি টাইফুন আঘাত হেনেছে। এছাড়া এ বছর মোট ২১টি টাইফুনের মুখোমুখি হয়েছে ফিলিপাইন। বছরের বিভিন্ন সময়ে ধেয়ে আসা টাইফুনের আঘাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস এবং লাখো মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।
বুধবার ভোরের দিকে টাইফুন ভামকো আঘাত হানার আগে প্রায় ২ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com