logo
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০ ১৮:৫৩
নির্বাচনে হারলে নাশকতা করার অপচেষ্টা করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে হারলে নাশকতা করার অপচেষ্টা করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী


বিএনপি নির্বাচনে পরাজিত হলেই নাশকতা করার অপচেষ্টা করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল। এই অপতৎপরতা দমনে সরকার সবকিছু করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 
শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো এরা সব সময় করে থাকে। সব সময় করার প্রচেষ্টা হয়তো নেবে। কিন্তু কোন জায়গায় সাকসেসফুল হয়নি। এবার কয়েকটা বাসের মধ্যে অগ্নিসংযোগ করেছে। আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। এতে করে যারাই এই কাজে জড়িত ছিল, যারাই এটা করেছে তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।'
ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপ বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com