logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১১:১৯
ইথিওপিয়ার ২ বিমানবন্দরে রকেট হামলা
অনলাইন ডেস্ক

ইথিওপিয়ার ২ বিমানবন্দরে রকেট হামলা


ইথিওপিয়ার আমহারা রাজ্যের দুটি বিমানবন্দরে রকেট হামলা হয়েছে বলে শনিবার দেশটির সরকার জানিয়েছে। প্রতিবেশী তিগ্রাই রাজ্যের কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দর দুটি। তিগ্রাইতে প্রায় ১১ দিন ধরে স্থানীয় বাহিনীগুলোর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর লড়াই চলছে। 
এ ব্যাপারে ইথিওপিয়া সরকার জানিয়েছে, শুক্রবার আমহারার গনদার বিমানবন্দরে একটি রকেট আঘাত হানে। আরেকটি রকেট আমহারার বাহির দার বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
তিগ্রাইয়ের ক্ষমতাসীন দল তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) জানিয়েছে, রাজ্যের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী আবি আহমেদের বাহিনীর হামলার জবাবে বাহির দার ও গনদারের সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা রকেট হামলা চালিয়েছে।
টিপিএলএফের এক মুখপাত্র বলেছেন, ‘যতক্ষণ তিগ্রাইয়ের বাসিন্দাদের ওপর হামলা বন্ধ না হবে ততক্ষণ পাল্টা হামলা তীব্র হবে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com